নববারাকপুরে কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসল
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ নববারাকপুরে কলেজে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন শুভ উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড এর সহযোগিতায় এবং একান্নবর্তী র সমন্বয়ে নববারাকপুরের শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন ও তৎসহ বিনামূল্যে ন্যাপকিন প্রদান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়দর্শিনী হাকিম (ববি হাকিম কন্যা) সহ নববারাকপুর পুরসভার পৌরপ্রধান প্রবীর সাহা ও উপ পৌরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ অন্যান্য ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগন।
0%


























