Banner Top

তৃণমূলের একুশের প্রস্তুতি মিছিল চকদিঘীতে

মিছিল চকদিঘী

তৃণমূলের একুশের প্রস্তুতি মিছিল পূর্ব বর্ধমানের চকদিঘী অঞ্চলে

দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান,  কুণাল চট্টোপাধ্যায়ঃ    একুশে জুলাইকে সামনে রেখে দিকে দিকে চলছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা ও মিছিল তৃনমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে। দলের জন্মলগ্ন থেকেই প্রতি বছর ২১শে জুলাই দিনটিকে শহিদ দিবস হিসাবে পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।এদিন অমর একুশে শহীদি স্মরণে ধর্মতলা চলার আহবানে পদযাত্রা অনুষ্ঠিত হলো বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের চকদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই মিছিলে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের নেতা অরবিন্দ ভট্টাচার্য, সীমান্ত রায়, প্রদীপ পাল সহ অন্যান্য কর্মী থেকে সাধারণ মানুষ জন।  জোড়বাদ থেকে মিছিল শুরু করে শক্তি কোল্ড স্টোরেজ পর্যন্ত মিছিল যায়। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । অঞ্চলের বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা তথা চকদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মণ্ডল জানান, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের অঞ্চলে একুশে জুলাই এর সমর্থনে মিছিল অনুষ্ঠিত করেছি এই মিছিলে পায় ১৫০০০ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই মিছিলে পা মিলায়।  তৃণমূলের পুরানো কর্মী দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দল থেকে বিমুখ হয়ে গেছিল তাদেরকে পুনরায় আবার ঘরে ফিরল এই মিছিলে পা মিলিয়ে।

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment