তৃণমূলের একুশের প্রস্তুতি সভা তারকেশ্বর
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ অমর একুশে শহীদ স্মরণে ধর্মতলা চলোর ডাক। সেই উপলক্ষে আরামবাগ সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে প্রস্তুতি সভা হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি উত্তম কুন্ডু,তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়,তারকেশ্বর টাউন সভাপতি উত্তম ভান্ডারী,লোকসভার এমপি অপরুপা পোদ্দার,উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব,হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী,পুড়শুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিংকর মাইতি,পুড়শুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সঞ্জয় পাল,আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,স্বপন সামন্ত,শিখা দোলুই,জয়দেব জানা,কৃষ্ণ চন্দ্র সাঁতরা,স্বপন নন্দী,শান্তনু ব্যানার্জি,সহ তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃবৃন্দরা। পাশাপাশি তৃণমূলের মধ্যে থেকেও যারা বিজেপি বা অন্যান্য দলের সাথে যোগাযোগ রাখছেন তাঁদের উদ্দেশে কড়া ভাষায় শাসানি দিয়ে রাখলেন,এই সভা থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন,বেইমান এখনও বেরোবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। পাশাপাশি এই দিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন গ্যাসের দাম,ডিজেলের দাম,পেট্রোলের দাম,কমানো হবে বলে সরকার গঠন করেছিলেন। বলেছিলেন জ্বালানি সমুহ দাম কমিয়ে দেওয়া হবে। সেটা না করে তৃণমূলের ঘাঁড়ে দোষ চাপানো বিজেপি-র অভ্যাসগত।


















