আক্রান্ত শিশুর চিকিৎসায় তারকেশ্বরের ফল ব্যবসায়ী
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ লিউকোডিস্ট্রোফি নামক কঠিন ব্যাধিতে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য হুগলী জেলার তারকেশ্বরের বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। উল্লেখ্য, এই জেলার জাঙ্গীপাড়া থানার অন্তর্গত গোপালপুর নিবাসী অভিজিৎ জানার কন্যা বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী। নিজের সমস্ত সম্বল দিয়ে কন্যাকে এলাকার বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসায় সফল না হলে,অবশেষে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে জানতে পারেন বর্তমানে শিশুটি এই কঠিন ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসার জন্য লাগবে আনুমানিক ৪০ লক্ষ টাকা। অভিজিৎ বাবু আগেই চিকিৎসার জন্য তাঁর সমস্ত সম্বল শেষ করে ফেলেছেন। এমতাবস্থায় তিনি ও তার পরিবার দিশেহারা। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য আবাদন জানালে ব্যবসায়ী প্রদীপ দে আজ বাড়িতে গিয়ে নিজের সাধ্য মতো আর্থিক সাহায্য করেনন। পাশাপাশি প্রদীপবাবু এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।

































