শিক্ষকদের অনিয়মিত পড়ানোয় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ
দাবদাহ লাইভ, সন্দেশখালি, বৈশাখী সাহাঃ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার মনিপুর এমবিসি হাইস্কুলের স্থায়ী শিক্ষকেরা নিয়মমাফিক স্কুলে আসে না এবং ক্লাসও ঠিকমত নেয় না। এই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয় পড়ুয়াদের অভিভাবক সহ গ্রামবাসীরা। এদিন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হওয়ায় স্কুলে ঢুকতে বাধাপ্রাপ্ত হয় স্থায়ী শিক্ষকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ স্কুল পড়ুয়ারা নিয়মমাফিক স্কুলে উপস্থিত হলেও প্রায় দিনই স্থায়ী শিক্ষকেরা স্কুলে আসেন না। একইসাথে ক্লাসে পড়াশুনা করানোর ক্ষেত্রে তাদের বড়ই অনীহা থাকায় ঠিকমতো পাঠ গ্রহণ করতে না পেরে পিছিয়ে পড়ছে স্কুল পড়ুয়ারা। এমনই অভিযোগ তুলে এদিন স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে শামিল হয় অভিভাবকসহ গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে স্কুলের সমস্যার সমাধান করতে হবে। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর সন্দেশখালির স্কুল পরিদর্শক নব কুমার রায় খবর পেয়ে এদিন বিকেলে ওই স্কুলে পৌঁছে গোটা বিষয়টা নিয়ে স্কুল কর্তৃপক্ষ, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, স্থায়ী শিক্ষক সহ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মনিপুর এমবিসি হাইস্কুলে ৫ জন স্থায়ী শিক্ষক থাকলেও কোন স্থায়ী প্রধান শিক্ষক নেই। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলটি চালাচ্ছেন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি এবং ক্লাসে সঠিকভাবে পঠন পাঠন না হওয়া নিয়ে দীর্ঘদিন যাবত অভিভাবক সহ গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল বলে তিনি স্বীকার করে নেন। তিনি এও জানান স্কুল কর্তৃপক্ষের সাথে ওই বিষয় নিয়ে কথা বলে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়ম মেনে শিক্ষকদের স্কুলে উপস্থিত হতে হবে একই সাথে ক্লাসে পঠন পাঠনের দিকে নজর দিতে হবে। শিক্ষকদের স্কুলে উপস্থিতি ও পঠন পঠনের ক্ষেত্রে বেনিয়ম একেবারেই বরদাস্ত করা হবে না।









