আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন বারাসাতে

বারাসাত রেলওয়ে তপশীলী কর্মী অফিসে ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন শিয়ালদহ বিভাগের ডি আর এম পাশে সমীর কুমার দাস ও এ ডি আর এম
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব প্রতিবেদকঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত স্টেশন সংলগ্ন অল ইন্ডিয়া তপশীল ও উপ তপশীল রেল কর্মী এ্যসোসিয়েশন কার্যালয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন শিয়ালদহ ডিভিশনের রিজিওনাল ম্যানেজার এস পি সিং। উপস্থিত ছিলেন সহকারী ম্যানেজার এস এস প্রিয়োদর্শী ও স্থানীয় ম্যানেজার জয়দেব মন্ডল। সংগঠনের সহ সভাপতি সমীর কুমার দাস সহ আধিকারিক ও কর্মীবৃন্দ।
0%








