আপের প্রচার পশ্চিম মেদিনীপুর জেলায়
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ খড়গপুর: বিভিন্ন জেলার সাথে পশ্চিম মেদিনীপুরেও পা রাখলো আম আদমি পার্টি। পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে শুরু হল প্রচার অভিযান। এই প্রচার অভিযানের নেতৃত্বে আছেন খড়গপুর আই আই টি- র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুধীর সিং নামের এক ছাত্র এবং পিংলা বিধান সভা এলাকার যুবক অমিত কুমার রানা। প্রসঙ্গত উল্লেখ্য আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল এই খড়গপুর আই আই টি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন (১৯৮৫-৮৯)। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই সুধীর সিংয়ের এই পদক্ষপ বলে জানা যায়।
0%















