মৃতদেহ উদ্ধারের তদন্তে নেমে আটক ৪ রাজারহাটে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের তদন্তে নেমে ৪ জনকে আটক করে রাজারহাট থানার পুলিশ। প্রসঙ্গত উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার রাজারহাট থানার অন্তর্গত গাড়াগড়ি এলাকায় সম্প্রতি সকালে স্থানীয়রা এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে রাজারহাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য পাঠায়। এরপর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গত ৯ জুলাই তারিখ গাড়াগড়ি এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করার পর তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে একটি সূত্র পায়। যার মারফত পুলিশ জানতে পারে মৃত যুবক ভাঙড় এলাকার বাসিন্দা ইয়ারুল মোল্লার সাথে ৪ জনের খুব ঝামেলা হয়। যারা বাকবিতন্ডার পাশাপাশি মারধরও করে ওই যুবককে। এরপর ৯ তারিখ সকালেই ইয়ারুলের মৃতদেহ উদ্ধার হয়। পরিচয় পেয়ে মৃতের পরিবারকে খবরটি জানানো হলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। পোস্টমর্টেম এর রিপোর্ট হাতে আসার পর মৃত যুবকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ জানায় মৃত যুবকের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও দু’জন শান্তনু মন্ডল, বাবুসোনা বিশ্বাস, ভাস্কর বিশ্বাস ও হরিদাস হাতি নামে মোট চারজনকে আটক করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে পুলিশ। একইসাথে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের বারাসাত মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।









