মানবিকতার নজির গড়ল খড়গপুরের যুবকরা
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত,খড়গপুর: অসুস্থ মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করলেন খড়গপুরের একদল যুবক। স্থানীয় সূত্রে জানা যায় বেশকিছুদিন ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে ক্ষিরপাই পৌরসভার কেঠিয়া ব্রীজের কাছে একটি পরিত্যাক্ত জায়গায় পড়েছিলেন অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। পথ চলতি মানুষেরা ব্যাপারটিকে গুরুত্ব না দিলেও শনিবার সন্ধ্যায় একদল যুবক ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে। হাসপাতাল কতৃপক্ষ প্রথমে ফিরিয়ে দিতে চাইলেও পরে ওই হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয় । উদ্ধারকারী ওই দলে ছিলেন রঞ্জন কর, উৎপল পাল, শেখ মহম্মদ মুজিব, শেখ আতব আলি এবং শেখ খোকন। রবিবার এই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বি ডি ও রথীন্দ্রনাথ অধিকারী। চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরের জন্য ফল এবং অন্যান্য খাবারের ব্যবস্থা করেন। বর্তমানে ওই ব্যক্তি ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে ডাক্তার অসীম জানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বি ডি ও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই টি ও পির আই সি গোবর্ধন সাউ, এই পাঁচ যুবকের প্রশংসা করেছেন এবং চিকিৎসার ব্যাপারে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।


















