গাইঘাটায় ৭ দলীয় ফুটবল লীগের খেলা
দাবদাহ লাইভ, চাঁদপাড়া, প্রভাস বিশ্বাসঃ সম্প্রতি, গাইঘাটা ব্লক জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত সাত দলীয় ফুটবল লিগের ফাইনাল খেলা হয় চাঁদপাড়া মিলন চক্র বনাম চাঁদপাড়া ফুটবল কোচিং সেন্টার। ট্রাই ব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে চাঁদপাড়া মিলন চক্র প্রথম হয়ে হরিপদ দাস স্মৃতি ট্রফি জিতে নেয় এবং তৎসহ আর্থিক মূল্য ৭০০০টাকাও। আর বিজিত চাঁদপাড়া ফুটবল কোচিং সেন্টার কাশীনাথ রায় স্মৃতি ট্রফি সহ ৫০০০ টাকা। ম্যান অফ দ্য টুর্ণামেন্ট রজত বালা কোচিং সেন্টার। উপস্থিত ছিলেন উত্তর ২৪পরগনা জেলার রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় হালদার, এলাকার বিধায়ক স্বপন মজুমদার, অনাথ বন্ধু ঘোষ, শংকর অধিকারী, অর্জুন মল্লিক, কপিল ঘোষ, অবনী বিশ্বাস প্রমুখ।















