Banner Top
বিদ্যুৎ সংযোগে উদ্দ্যোগী শিলিগুড়ির কাউন্সিলার 

বিদ্যুৎ সংযোগে উদ্দ্যোগী শিলিগুড়ির কাউন্সিলার 

Connection Electric

কাউন্সিলারের উদ্দ্যোগে বিদ্যুৎ সংযোগ শিলিগুড়িতে

     দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ   ওয়ার্ডে অন্ধকারে থাকা বাসিন্দাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করলেন শিলিগুড়ি পুরনিগমের 46নং ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন। ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাদের ঘরে পৌছে দিলেন বিদ্যুৎ। স্থানীয় কাউন্সিলার দাড়িয়ে থেকে বাসিন্দাদের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করলেন। সেই সব হতভাগ্য বাসিন্দাদের মধ্যে একজন হলেন জিতনী সিং বয়স-৬৫, থাকেন তার মেয়ে। তাদের ঘরে ৩০বছর ধরে বিদ্যুত নেই শুধুমাত্র আর্থিক অনটনের কারনে। ঘরে বিদ্যুত পৌছে দিয়ে কাউন্সিলার দিলীপ বর্মন জানান,আলো না থাকলে কি অবস্থা হয় জানি আমরা। আর এই হতভাগ্য পরিবারগুলি আর্থিক অভাবের কারনেই অন্ধকারে বসবাস করছিল। তাই ওদের বিদ্যুৎ সংযোগ করে দিলাম। শুধুমাত্র তাই নয় যতদিন না ওদের ঠিকমত আর্থিক সংস্থান হচ্ছে ততদিন মাসের বিলও দেওয়া হবে। আমার ভাল লাগছে ওরা এখন আলোর মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয় দিলীপ বর্মন প্রত্যেকটি বাড়িতে টিভি এবং কেবল কানেকসন করে দেবেন নিজের দায়িত্বে। তিনি জানালেন- মানুষের জন্যই আমার এই পদ; আর আমি যদি একটু হলেও মানুষের জন্য করতে পারি তাহলে আনন্দিত হব। 

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment