Banner Top
নন্দীগ্রামে বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে বিধায়ক 

নন্দীগ্রামে বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে বিধায়ক

Shuvendu

নন্দীগ্রামে বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে বিধায়ক শুভেন্দু অধিকারী কথা বলছেন গ্রামবাসীর সাথে

      দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ  আজ ৭ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২  ব্লকের আমদাবাদ ১ নং অঞ্চলের বুথে বুথে ঘুরে জনসংযোগ স্থাপন করলেন ভারতীয় জনতা পার্টির স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমদাবাদ ১নং অঞ্চল ছাড়াও তিনি বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলেও জনসংযোগ করেন । কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটো চেপে এলাকা পরিদর্শন করেন। বুথ স্বশক্তিকরন কর্মসূচি পালন করলেন বলে জানা যায়।  গ্রামের মানুষের কাছে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। গ্রামবাসীরা সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন। এলাকায় প্রাইমারি স্কুলের বাচ্চাদের সাথে সঙ্গও দেন। বিধায়ককে কাছে পেয়ে খুশি হন গ্রামবাসীরা।  

নন্দীগ্রামে বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে বিধায়ক শুভেন্দু অধিকারী কথা বলছেন গ্রামবাসীর সাথে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment