রাজ্যপালের কাছে দিলীপের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ

রাজ্যপালের কাছে তৃণমূলের স্মারকলিপি
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ প্রতিবেদকঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের এক রাশ ক্ষোভ উগরে দিল রাজ্যপালের কাছে। উল্লেখ্য, এক সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় সম্পর্কে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এই উদ্দেশ্যে ৮ জনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি রাজ্যপালের কাছে জমা দেন। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তৃণমূলের ৮ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রাত্য বসু। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘আমরা মর্মাহত। ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সাংসদ, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন এবং যেভাবে অপমান করেছেন, অবিলম্বে তার প্রতিকার হওয়া দরকার। দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রাজ্যপালের কাছে ওর কঠিন সাজার দাবি করেছি’।







