প্রতারণা চক্রের শিকার সংবাদমাধ্যমের কর্মী

সাংবাদিক গীতাঞ্জলি সেন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বর্তমানে বিভিন্ন স্থান থেকে প্রায়শই প্রতারণা চক্রের সক্রিয়তার চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। ওই চক্র যেন জাল বিস্তার করে রেখেছে সর্বত্র। প্রতারকরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে প্রতারণা করার পাশাপাশি হাত বাড়িয়েছে এবার সংবাদমাধ্যমের দিকে। সংবাদমাধ্যমের দ্বারাই জনসম্মুখে তুলে ধরা হল প্রতারণা চক্রের শিকার হয়ে নারকীয় মানসিক যন্ত্রণা উপভোগকারী এক সংবাদমাধ্যমের কর্মীর ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দমদম নাগেরবাজার থানার অন্তর্গত বাপুজি নগরের বাসিন্দা গীতাঞ্জলি সেন যিনি পেশায় একজন সাংবাদিক। তাঁর ফোন নম্বর হ্যাক করে বিভিন্ন কৌশল অবলম্বন করে অর্থ হাতিয়ে নেবার চক্রান্ত করে এক প্রতারণা চক্র। অর্থ হাতিয়ে নিতে ব্যর্থ হওয়ায় গীতাঞ্জলির ফোনের কল লিস্টে থাকা প্রায় সব নম্বরে তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক লোন নিয়ে পরিশোধ না করার মিথ্যে অভিযোগ সহ হ্যাক করা জরুরি ডকুমেন্টের উপর তাঁর ছবি সহ কু-মন্তব্য করে মেসেজ করে প্রতারনা চক্রটি। এমনই অভিযোগ তুলে নাগেরবাজার থানার দারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে গীতাঞ্জলি। গীতাঞ্জলির কথায় চলতি বছরের ১৬ই জুন প্রথম তাঁর ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেকে ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দিয়ে জানানো হয় যে, গীতাঞ্জলি অনলাইন মারফত ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তা পরিশোধ করেনি। সেই লোন তাকে অনলাইনের মারফত পরিশোধ করতে হবে বলে দাবি জানানো হলে, গীতাঞ্জলি স্পষ্টতই জানায় যে সে কোনোরূপ লোন নেয়নি, অতএব তা পরিশোধ করতে সে বাধ্য নয়। এরপর বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করে তাকে বিরক্ত করা হয় যার অধিকাংশই বাইরের নম্বর। এরপর তাকে ও তাঁর কল লিস্টে থাকা নম্বরে ১৯শে জুন থেকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ এ লোন পরিশোধ না করার মিথ্যে অভিযোগ সহ অশ্লীল ছবি পোস্ট করে তাঁর বিরুদ্ধে নানান কু-মন্তব্য করায় সে মানসিকভাবে বিপর্যস্ত বলেই জানায়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে আটক করা না গেলেও তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।








