জেলা কোর্টের পাশের পুকুরে মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি জেলা আদালতের পাশের পুকুরে উদ্ধার এক মৃতদেহ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জলপাইগুড়ি জেলা আদালতের পাশে থাকা একটি পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বুধবার দুপুরে মৃতদেহটি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জলপাইগুড়ি জেলা আদালতের পাশেই রয়েছে শতবর্ষ প্রাচীন রহমান হাউস। ওই বাড়ির সামনে দীর্ঘদিনের মজে যাওয়া একটি পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যায় মৃতদেহটিকে। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আসেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল । জেলা আদালতের আইনজীবীরাও চলে আসেন ঘটনাস্থলে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ঘটনাটি খুন না আত্মহত্যা পুলিশ তা তদন্ত করে দেখছে । মৃত ব্যক্তির পরিচয় এই লেখা পর্যন্ত জানা যায় নি। জানার চেষ্টা করছে পুলিশ।









