আগুনে ভস্মীভূত বালি বোঝাই ট্রাক
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম যশোর রোডের উপর একটি চলন্ত বালি বোঝাই ১০ চাকার ট্রাকে আগুন লেগে যাওয়ায় স্তব্ধ হয়ে যায় যানচলাচল। বিমানবন্দর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। উল্লেখ্য, মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দমদম বিমানবন্দর লাগোয়া গৌরিপুর এলাকা সংলগ্ন যশোর রোডে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ দ্রুত গতিতে আসা একটি ১০ চাকার বালি বোঝাই ট্রাক বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে যশোর রোড ধরে মধ্যমগ্রামের দিকে যাওয়ার সময় গৌরিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা একটি ডিভাইডারে ধাক্কা মারলে মূহুর্তেই ট্রাকটিতে আগুন লেগে গিয়ে ঘটে বিপত্তি। ট্রাকের চালক ও খালাসি পলাতক। ট্রাকটিতে আগুন লেগে যাওয়ায় বিরাটি থেকে বারাসাত যাওয়ার যশোর রোডে বিঘ্নিত হয় যান চলাচল। ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে এদিন ওই ট্রাকটিতে আগুন লেগেছিল বলে দমকলকর্মীদের প্রাথমিক তদন্তের অনুমান। যান চলাচল স্বাভাবিক করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানায় বিমানবন্দর থানার পুলিশ।








