অবৈধ সোনা উদ্ধার করল পাঁশকুড়া পুলিশ

পাঁশকুড়ায় সোনা পাচার কারী ধৃত
দাবদাহ লাইভ, পাঁশকুড়া, অক্ষয় গুছাইতঃ গোপন সূত্রে খবর পেয়ে ১৫ লক্ষ টাকার সোনার বাঁট উদ্ধার করলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিত খাটুয়া বয়স ৩৮ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাশপুর থানার অর্ন্তগত শ্রীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় দাশপুর থেকে খড়গপুর যাচ্ছিল ওই ব্যাক্তি। পুলিশের কাছে আগাম খবর ছিল ওই ব্যক্তি অবৈধ সোনা নিয়ে যাচ্ছে পাচারের উদ্দেশ্যে। সেই মতো মেছোগ্রামের কাছে নাকা চেকিং-এ ওই ব্যাক্তিকে তল্লাশি করা হয় এবং তার মোজার ভিতর থেকে ২৭০গ্রাম ওজনের তিনটি সোনার বাঁট পাওয়া যায়। বাজার দর আনুমানিক ১৫ লক্ষ টাকা। পুলিশি জেরায় ধৃত বিশ্বজিত স্বীকার করে গুজরাটে বিক্রি করার উদ্দেশ্যে সে ওই সোনার বাঁটগুলো নিয়ে যাচ্ছিল। ধৃতকে আদালতে পাঠিয়েছে পুলিশ।








