কুঁড়েখালি নদীর চরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নদীর চরের কাছে ভাসমান এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে দক্ষিণ কালিতলা এলাকার কুঁড়েখালি নদীর চরে ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত কালিতলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিতলা এলাকার কুঁড়েখালি নদীর চরের কাছে ভাসমান অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতি শ্যামল মন্ডল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যাক্তি পূর্ব কালিতলা এলাকার বাসিন্দা আনুমানিক ৬৬ বছরের তেজন মন্ডল পেশায় একজন মৎস্যজীবি। মৃতদেহে কোনো ক্ষতের চিহ্ন না পাওয়ায় প্রখর রোদে মাছ ধরতে যাওয়ায় স্ট্রোক হয়ে বৃদ্ধ তেজন মন্ডল মারা যায় বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। ওই ব্যাক্তির স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করে পঞ্চায়েত প্রধান। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় পূর্ব কালিতলার তেজন মন্ডল মাছ ধরেই জীবিকা নির্বাহ করতো। সোমবার সে জাল নিয়ে কুঁড়েখালি নদীতে মাছ ধরতে গিয়েছিল। সারারাত কেটে গেলেও বাড়ি না ফেরায় বহু খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে দক্ষিণ কালিতলা এলাকার নদীর চর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারন জানা যাবে এবং দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।










