বাদ্যযন্ত্রের ব্যবসায় রুটি-রোজগারের জোগান
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ একতারা দোতারা বিক্রি করে কোনোমতে চলে সংসার। আধুনিকতার বেড়াজালে সেই ব্যবসাও এখন শিকেয় ওঠার জোগাড়। চরম অভাব অনটনে চলছে বর্মন পরিবার। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীর চতুরাগছ এলাকার বাসিন্দা হরেন্দ্র বর্মন। দীর্ঘ কয়েকবছর ধরে তিনি শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একতারা, দোতারা বিক্রি করেন সাইকেলে করে। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এই একতারা, দোতারা বানিয়ে রুটি-রোজগারের জোগান দেন। নারিকেলের খোল, বাঁশ, সুতো, কাগজ, তার দিয়ে তৈরি করা হয় এই বাদ্যযন্ত্র। এগুলি বিক্রি করেই তার সংসার চলে। তবে বয়সের ভারে এখন আর সেভাবে জিনিস তৈরি করতে পারেন না। তিন ছেলেমেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। পূর্বে এই বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি থাকলেও, বর্তমানে আধুনিক সরঞ্জামের গলগ্রহে এর প্রাচুর্যতা কমতে বসেছে।









