বাবার মৃত্যু হাসপাতালে, ছেলে পলাতক
এলাকায় উত্তেজনা
দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ পারিবারিক বচসার জেরে ছেলের হাতে খুন হলো বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খাড়ুই গ্রামে। মৃত ব্যক্তির নাম মোহন দাস বয়স ৬৬ বছর। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাড়ির একটি উনুন জ্বালানো নিয়ে বচসা বাঁধে ছোট ছেলে সন্তু দাসের সাথে মৃত মোহন বাবুর। বচসা গভীরে পৌঁছালে হাতের সামনে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে মোহন বাবুর মাথায় বাঁশের আঘাত করে সন্তু। মাথায় বাঁশের আঘাত লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মোহন বাবু। তড়িঘড়ি প্রতিবেশীরা মোহন বাবুকে নিয়ে যায় তমলুক জনুবসান উপ স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতলে। তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মোহন বাবুর। ঘটনার পরে এলাকা ছাড়া হয়েছে সন্তু দাস। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এলাকায় উত্তেজনা রয়েছে।








