প্রাকৃতিক দুর্যোগে মৃত সেনাদের তৃণমূলের শ্রদ্ধাঞ্জলি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মনিপুরে প্রাকৃতিক দুর্যোগে ধস এ চাপা পড়ে ৬২ জন বীর সেনা জওয়ান প্রাণ হারান। তাদের নিথর দেহ শিলিগুড়ি ব্যাঙডুবির সেনা ছাউনিতে আনা হয়। সেখানে বীরসেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ। এবং জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দূত হিসাবে সব মৃত জওয়ানদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানান ও পরিবারগুলির পাশে থাকার অঙ্গিকার করেন। কর্তব্য করতে গিয়ে তারা প্রান দিয়েছেন তাই তাদের প্রতি আমার আলাদা শ্রদ্ধা রইল। প্রত্যেক জওয়ানদের উদ্দেশ্য আলাদা করে শ্রদ্ধা নিবেদন করলেন।









