পরিবেশের ভারসাম্যে বিষধর সাপ রক্ষিত
সাপ নিয়ে সচেতনতা- বিজ্ঞান ও কুসংস্কার

পরিবেশের ভারসাম্যে বিষধর সাপ

পরিবেশের ভারসাম্যে বিষধর সাপ
দাবদাহ লাইভ, হাবড়া, নীলাদ্রি ভৌমিকঃ গত ৩০ জুলাই বৃহস্পতিবার বাইগাছি সর্দার পাড়ার কাছে এক গৃহস্থের বাড়ির সামনে নেট জালের মধ্যে একটি মারাত্মক বিষধর কালাচ সাপকে আটকে থাকতে দেখে ওই বাড়িরই বছর ত্রিশের যুবক সঞ্জয় বণিক, যুক্তিবাদী সমিতির অশোকনগর শাখার সম্পাদক এবং সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপের কর্ণধার দীপক চক্রবর্তীকে খবর দেন। পরবর্তীতে দীপক চক্রবর্তী এসে সঞ্জয়ের সহযোগিতায় বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে দুরবর্তী জন বিহীন এলাকায় ছেড়ে দেওয়া হয়। পরিবেশের বাস্তুতন্ত্রকে ঠিকঠাক বজায় রাখতে মারাত্মক একটি বিষধর সাপ জেনেও সাপটি না মেরে দীপক বাবুদের যে খবর দেওয়া হয় তার জন্য ভুয়সী প্রশংসা করেন পরিবার সহ ওই যুবক ছেলেটির। এবং পাশাপাশি বলেন দীর্ঘদিন ধরে সাপ বিষয়ক সচেতনতা মুলক প্রচার কর্মসূচিরও এটা সাফল্য বলা যায়।








