চিকিৎসা দিবসে পৌরবার্তা পত্রিকা প্রকাশ নববারাকপুরে

নব ব্যারাকপুর পুরসভার ‘পৌরবার্তা পত্রিকা’ প্রকাশিত
দাবদাহ লাইভ, অলোক আচার্য্যঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন পালন করল নববারাকপুর পুরসভা। পুরসভা পরিচালিত ডাঃ বিধান চন্দ্র রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে বিধান চন্দ্র রায়ের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্বার্ঘ জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, হাসপাতালের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর হৃষিকেশ রায়,প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার, হাসপাতালের সুপার ডাঃ অলোক পাল, সহকারী স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবতোষ দাস, ডাঃ চন্দন চট্টোপাধ্যায়, ডাঃ তীর্থঙ্কর সরকার, রোটারিয়ান গৌতম মিত্র,স্হানীয় কাউন্সিলর কৃষ্ণা বোস, নির্মিকা বাগচী, দেবাশিস মিত্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও হাসপাতালের কর্মী নার্সরা। পুরসভার কনফারেন্স কক্ষে পুরসভার মাসিক মুখপত্র পৌরবার্তা আনুষ্ঠানিক প্রকাশ করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। নববারাকপুর পুরসভার মাসিক মুখপত্র পাঁচ টাকার বিনিময়ে পৌরবার্তা প্রকাশ করা হল। থাকবে মানুষের কথা। পুর উন্নয়নের কথা। প্রতিদিনের কথা। মানুষের কথা। পুরসভার অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের জনমুখি কাজের খতিয়ান তুলে ধরা হবে মাসিক পৌরবার্তায়।









