Banner Top
ডায়মন্ডহারবারে রথ যাত্রা উৎসবে দড়ি টানলেন বিধায়ক

ডায়মন্ডহারবারে রথ যাত্রা উৎসব

রথ ডায়মন্ড

ডায়মন্ডহারবারের রথ টানছেন সঙ্গীদের নিয়ে বিধায়ক। 

দাবদাহ লাইভ, ডায়মন্ডহারবার, বাইজিদ মন্ডলঃ   রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরে শুক্রবার বিকেলে সমস্ত রকম রীতি মেনে শুরু হয়ে গেল রথযাত্রা উৎসব। রথযাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,ব্লক১ যুব সভাপতি গৌতম অধিকারী,ব্লক২ সভাপতি অরুমোয় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা, মইদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ছাড়াও রথ যাত্রা উৎসব  কমিটির কর্মচর্তারা।ধামসা,মাদল,রণপা,ছৌনৃত্য, মুখোশ,কীর্তন, বিভিন্ন ব্যান্ড, নৃত্য, বিভিন্ন পৌরাণিক আখ্যান সহযোগে সাজানো হয়েছে শোভাযাত্রা। দু’বছর পরে রথযাত্রা শহর পরিক্রমা করছে তাই এবারের রথযাত্রা দেখতে দর্শনার্থীদের ভিড় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ব্লক ২ সভাপতি অরুমোয় গায়েন বলেন দীর্ঘ  বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী ডায়মন্ড হারবারে এই রথ উৎসব পালন হয়ে আসছে তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে। কথিত আছে ডায়মন্ড হারবার এই রথ যাত্রা দেখার জন্য শুধু ডায়মন্ড হারবার নয় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে গাড়িতে করে লোক আসতো এবং রথের রশিতে টান দিত। রথযাত্রার কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গনে মেলা বসে এবছরও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ দু’বছর অতিমারির কারণে এই  রথযাত্রার অনুষ্ঠান স্থগিত ছিল, অতিমারি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর আবার রথযাত্রার হচ্ছে আর যার জেরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। তবে ডায়মন্ড হারবার রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজো কমেনি।

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment