সুসংহত শিশু প্রকল্পে নিম্ন মানের খাদ্য বিতরণ

শিশুদের নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃসম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কেন্দ্রগুলিতে নিম্ন মানের খাদ্য বিতরনের অভিযোগ গ্রামবাসীদের। এমনি অভিযোগ কিছুদিন আগে বর্ধমানের জামালপুর ব্লকের চকদীঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানের; ডিমের দাম বৃদ্ধির জন্য স্বরুপনগর ব্লক আধিকারীককে ডেপুটেশন দেন আই সি ডি সি সেবা প্রজেক্ট ইউনিয়ন। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এক কেন্দ্রে নিম্ন মানের খাদ্য শিশুদের দেওয়ার অভিযোগ আসছিল স্থানীয় কাউন্সিলারের কাছে। এলাকায় উত্তেজনা। অভিযোগ পেয়ে স্থানীয় কাউন্সিলার ডঃ সামসুন নাহার সরজমিনে তদন্তে গিয়ে এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং শিক্ষিকা ও সহযোগীর সমস্যা শোনেন। পরে স্থানীয় প্রকল্প আধিকারিকের সাথে দেখা করেন এবং দ্রুত সমাধানের আর্জি জানান।








