জননেতা কেশব চন্দ্র ভট্টাচার্য স্মরণে অশোকনগরে

দাবদাহ লাইভ, অশোকনগর, নীলাদ্রি ভৌমিকঃ আজ ১ জুলাই বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা:বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। আবার, এই দিনেই জন্ম অশোক নগরের প্রাণপুরুষ তথা প্রাক্তন বিধায়ক এবং জননেতা কেশব চন্দ্র ভট্টাচার্য এর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, ৮নম্বর কালীবাড়ি মোড়ে , প্রতিবারের মতো এবারও ৯৫তম জন্মদিন পালন করা হয়। প্রয়াত মানববন্ধু কেশব চন্দ্র ভট্টাচার্য এর পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণ করেন,সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। এছাড়াও, নানা সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন,অশোক নগরে একমাত্র জননেতা কেশব চন্দ্র ভট্টাচার্য। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা অশোক নগরের সার্বিক উন্নয়ন ও বিধান রায়ের স্বপ্ন পূরণ করব। একইকথার প্রতিধ্বনি শোনা গেলো সকল বক্তার মুখে।









