
ডক্টর’স দিবসে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় ____
প্রদীপ্ত ভট্টাচার্য
বারাসাত প্রেস ক্লাব –
বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রীষ্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন। ১লা জুলাই ১৮৮২ সালে জন্মেছিলেন আর ১লা জুলাই ১৯৬২ সনে পরলোকে গমন।
0%







