জাতীয় সড়কে সীমিত গতিতে গাড়ী চালানোর পরামর্শ দিলেন আমডাঙ্গা বিডিও

জাতীয় সড়কে সীমিত গতিতে গাড়ী চালানোর পরামর্শ দিলেন আমডাঙ্গার বিডিও এক সাংবাদিক বৈঠকে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ৩৪ নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। ওই রাস্তার উপর দিয়ে দৈনিক বিপুল সংখ্যক গাড়ি যাতায়াত করে। বর্তমানে সেই রাস্তা বেহাল অবস্থায় থাকার কারনে প্রায়শই ঘটে ছোট বড়ো দূর্ঘটনা; উঠে আসে সংবাদমাধ্যমে পর্দায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার আমডাঙার বিডিও সৌমেন বনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রসঙ্গে জানান, বর্তমানে এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে প্রায়শই ওই রাস্তায় ঘটে দূর্ঘটনা। ওই রাস্তা গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও সেখানে স্পীড ব্রেকার লাগানো সম্ভব হচ্ছে না। ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আমডাঙা এলাকার রাস্তা খুবই সংকীর্ণ হওয়া সত্বেও চালকেরা ওই রাস্তা দিয়ে গাড়ি খুব দ্রুত গতিতে চালায়। ফলে ছোটো বড়ো দূর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির মতো ঘটনা প্রায়শই ঘটে। প্রতি মুহূর্তে দূর্ঘটনা ঘটার আশঙ্কায় ভোগে স্থানীয়রা। তিনি আরও জানান ওই রাস্তার পাশে ঘন জনবসতি, দোকানপাট থাকার জন্য এলাকার সাধারন মানুষেরা প্রতিনিয়ত যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। একইসাথে পূর্বের চেয়ে বর্তমানে গাড়ির সংখ্যা ব্যপক হারে বৃদ্ধি পাওয়ায় গাড়ি চালকদের খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালানো উচিত বলেও জানান। সংবাদমাধ্যমের দ্বারা গাড়ি চালকদের উদ্দেশ্যে এদিন আমডাঙার বিডিও এই বার্তা প্রেরণ করেন যে গাড়ি চালানোর সময় চালকেরা যেন গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখে, পাশাপাশি সমস্ত নিয়মকানুন মেনে গাড়ি চালায়। তাহলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে চলেছে, তা কমে যাবে। ফলে দূর্ঘটনা মুক্ত হবে বারাসাতের আমডাঙা এলাকা।









