অতি বর্ষণে চা-শিল্পের লোকসান
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ অতি বর্ষণে উত্তরবঙ্গের চা-শিল্প প্রায় থমকে যাওয়ার মুখে। কোটি কোটি টাকার ক্ষতির মুখে চা বাগানগুলি ধিক ধিক করে চলছে। এ বছরে বৃষ্টিপাত তুলনায় বেশী। আবার মেঘলা আকাশের কারণে সূর্যের আলো কম। ফলে চা গাছের পাতা উৎপাদনের হার তুনামূলক কম। তাই এই মুহূর্তে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান সহ উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের মাথায় হাত। আবহাওয়ার জন্য চা শিল্প এ বছরে লোকসানের মুখে। এই প্রসঙ্গে চা উৎপাদক ডিবিআইটিএ এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন পান্ডে জানান, এমন আবহাওয়া চা শিল্পের লোকসান বাড়ায়।
0%





