Banner Top

বিশ্ব মাদক বিরোধী দিবসে দৌড়

Tobacco

বিশ্ব মাদক বিরোধী দিবসে মোহনপুর নবদিগন্ত

দাবদাহ লাইভ, নিউ দিল্লীঃ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক সম্প্রতি জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে মাদক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে একটি দৌড় কর্মসূচির আয়োজন করে। নতুন দিল্লির হেল্থ ফিটনেস ট্রাস্টের সঙ্গে সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন বলে জানা যায়। যুবাদের মাদক থেকে দূরে রাখতে এবং দেশকে মাদক মুক্ত করে তুলতে কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে শপথ বাক্যও পাঠ করানো হয়। বিশ্বকে মাদক মুক্ত করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়াস ও সহযোগিতাকে আরও নিবিড় করে তুলতে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। এই দৌড় কর্মসূচি তারই একটি অঙ্গ। উল্লেখ্য, দেশের ২৭২টি জেলায় নেশামুক্ত ভারত অভিযান চলেছে। এই অভিযানে সাধারণ মানুষের কাছে মাদক ব্যবহারের কুফল সম্পর্কে বার্তা প্রচারই মূল উদ্দ্যেশ্য। এখনও পর্যন্ত এই অভিযান থেকে ইতিবাচক পরিণাম মিলেছে। আরও উল্লেখ্য, ১০০টি জেলাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে। এ বছর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের মূল ভাবনা মাদক সম্পর্কে তথ্য প্রচার করুন, জীবন বাঁচান। (তথ্য পিআইবি)

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment