অবক্ষয় ও বঞ্চনার প্রতিবাদে কথাচর্চা
দাবদাহ লাইভ, বাসুদেব সেন, গোবরডাঙ্গা ২৭শে ডিসেম্বরঃ বর্তমান সমাজজীবনের প্রতি ক্রমাগত অবক্ষয় ও বঞ্চনার প্রতিবাদস্বরূপ গোবরডাঙ্গা ‘ কথাচর্চা ‘-র অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে । গতকাল গোবরডাঙ্গা গবেষণা পরিষদ-এ প্রায় শতাধিক সাহিত্যপ্রেমি মানুষ তাদের বিশিষ্ট লেখনির মাধ্যমে এখনকার রাজনৈতিক ও আর্থসামাজিক কাঠামোর দুষ্ট ক্ষত দেখিয়েছেন। তিন গল্পকার চঞ্চল দাশগুপ্ত, মৌসুমি ঘোষ ও ভবানী ঘটক রেলস্টেশনে অস্হায়ী আবাসের মানুষদের, নেতাদের ঘুষ নেবার প্রক্রিয়ার, নকল নবিশদের পুরস্কার প্রদানের ও পাগল নামধারী মানুষেরা প্রকৃত পাগল না হয়ে সুস্হ মানুষদের পাগলামির কথা দৃঢ়কন্ঠে উচ্চারণ করেছেন। ঘাড় সোজা করে সুদিনের পথে এগিয়ে যাবার ইঙ্গিত তাঁরা দিয়েছেন। ছিলেন শিক্ষক রাজিব কুমার ঘোষ, সত্যবান বিশ্বাস। অনেক পত্রপত্রিকার সম্পাদকেরাও উপস্হিত ছিলেন। মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন গবেষণা পরিষদের কর্ণধার দীপক কুমার দাঁ ও বাসুদেব মুখোপাধ্যায়। এছাড়া লেখক সাত্যকি হালদার, বিষ্ণু সরকার, গৌরাঙ্গ দাস, স্বপন চক্রবর্তী, টুলু সেন, সাংবাদিক সুদিন গোলদার, সুব্রত ভৌমিক, সুরজিৎ দেবনাথ ও আরো অনেক বিশিষ্টজনের প্রচেষ্টায় সার্থক হয়ে উঠলো এই প্রতিবাদ সভা ও গল্পকারদের অভিনব প্রচেষ্টা।








