উত্তর ২৪ পরগনা জেলায় বঙ্কিমের জন্মদিন পালন
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ আজ উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন ও নৈহাটী পৌরসভার আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় বঙ্কিম ভবন নৈহাটিতে অনুষ্ঠিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম বার্ষিকী উদযাপন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ সুপার, বারাসাত পুলিশ জেলা, বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Hello! This is the Gutenberg block you can edit directly from the WPBakery Page Builder.
0%









