
২১জুলাই তৃণমূলের শ্রদ্ধাঞ্জলি সভা কোলকাতায় দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মন্ডলঃ প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসছে তৃনমূল কংগ্রেস। বিগত দুই বছর করোনা মহামারী পরিস্থিতির কারণে ভার্চুয়াল একুশে জুলাই শহীদ দিবস পালিত হয়। এবছরে ২১শে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলী সভা কোলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে। সেই সভাকে সফল করতে রাজ্যের সাথে এদিন ডায়মন্ডহারবার শহরে টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার সহ অন্যান্যরা দেওয়াল লিখন ও প্রচারের প্রাথমিক কাজ শুরু করলেন।
0%








