Banner Top

 

 

Dabadaha Live

রাজ্যে আজ পাহাড় সহ ৬ জেলায় ভোট              
 দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ আজ পাহাড় সহ শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সারা রাজ্যে পৌর ও পঞ্চায়েত নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। উল্লেখ্য ১০ বছর পর পাহাড়ে ও সাত বছর পর শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। বাকি উপ নির্বাচন। উত্তর ২৪ পরগণা জেলায় ৪টি আসনে ভোট। পাহাড়ে ৪৫ আসনে ২৭৭ জন প্রার্থী। শিলিগুড়িতে ৯ আসনে ৬৫৭ বুথ ও ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ ও ২২ গ্রাম পঞ্চায়েতে ৪৬২ আসনে ভোট। এই জেলার দক্ষিণ দমদম পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী মৌসুমী সেন।  ইতিমধ্যে বিভিন্ন বুথে নির্বাচনকে ঘিরে নির্দল প্রার্থীকে মারধোর ও মোবাইল নিয়ে ঢোকার অভিযোগ। শিলিগুড়িতে ভোট পর্ব কিছুক্ষণ বন্ধ থেকেছে। ভোট পর্ব শান্তিতে হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে বলে জানা যায়। 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment