
বারাসাত থানায় রক্তদান উৎসব দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত থানা ও ক্লাব সমন্বয় কমিটির উদ্দ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে স্থানীয় সাংসদ ডঃ কাকলি ঘোষদস্তিদার সাংবাদিকদের মুখোমুখি এক প্রশ্নের উত্তরে জানান, আবার করোনার যে প্রকোপ দেখা যাচ্ছে তা মোকাবিলা করতে রাজ্য সরকার সদা সতর্ক। উল্লেখ্য, বিগত করোনা কালে যে সামাজিক ও আর্থিক ক্ষতি হয়েছে তার মোকাবিলা রাজ্য সরকার করেছে। সকলকে মাস্ক ব্যবহার ও ঘনঘন হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতি এই অনুষ্ঠানে অন্য মাত্রা পেয়েছে। আই সি দীপঙ্কর ভট্টাচার্যের কাজের প্রশংসা করে বলেন, থানায় আসতে এখন মানুষ আর ভয় পায় না। পৌরপ্রধান, উপ-পৌরপ্রধান সহ বেশ কয়েকজন কাউন্সিলার উপস্থিত ছিলেন। ৬৮ জন রক্তদাতা এই অনুষ্ঠানের সাফল্য এনে দিয়েছেন।
0%








