প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি দাবদাহ লাইভ, ডায়মন্ডহারবার, বাইজিদ মন্ডলঃ পরিবেশের অন্যতম ক্ষতিকারক দ্রব্য হল প্লাস্টিক। এই প্লাস্টিক বর্জনের জন্য একাধিকবার সচেতন করেছে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভা। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ডায়মন্ড হারবার পৌরসভা। এদিন জনসাধারণকে সচেতন করতে পথে নামলেন পৌর প্রধান প্রণব দাস ও উপ-পৌরপ্রধান রাজশ্রী দাস। মিছিলে পা মেলালেন টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, যুব সভাপতি সৌমেন তরফদার, পৌরসভার সকল কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ঠ জনেরা। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৭৫ মাইক্রোনের নীচে কোন ক্যারিব্যাগ কোনভাবেই ব্যবহার যোগ্য নয়। প্রশাসনের নির্দেশ না মানলে জরিমানা এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি টোটো গাড়িতে ফ্লেক্স লাগিয়ে মাইক প্রচারের ব্যবস্থাও হয়। প্লাস্টিক বর্জন অভিযানে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
85%






















