Banner Top
<a target=”_blank” href=”https://www.amazon.in/b?_encoding=UTF8&tag=dabadahalive-21&linkCode=ur2&linkId=0734e09c37e3619e136dd5345114d17e&camp=3638&creative=24630&node=1318105031″>www.dabadaha.in </a>
রেল অবরোধ করে বিক্ষোভ ঠাকুরনগরে

দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদনদাতাঃ সেনায় চুক্তিভিত্তিক প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। সেই আঁচ ছড়িয়েছে বাংলাতেও। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, ঠাকুরনগরে অগ্নিগর্ভ পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ, ভাঙচুর, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। আজ সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। সূত্রের খবর, এদিন সকাল থেকে রেল অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। যার জেরে ব্য়স্ত সময়ে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। সকাল থেকেই দফায় দফায়  অবরোধ শুরু হয়েছে। অবরোধের জেরে দাঁড়িয়ে ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল। আপ লাইনে গোবরডাঙা পর্যন্ত ট্রেন চলছে। যদিও এই বিষয়ে রেল সূত্রে  এই সংবাদ লেখা পর্যন্ত  কিছু জানা যায়নি বিক্ষোভকারীরা বলছেন, বহুদিন ধরে প্রশিক্ষণ নিয়ে তারপর মাত্র চার বছরের জন্য় নিয়োগ করা হবে। চার বছর পরে ১১ লাখ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আমরা কী করব? কোথায় চাকরি পাব? আমাদের সংসার চলবে কী করে? উল্লেখ্য, কেন্দ্রিয় সরকার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে  জানিয়েছিল, সেনাতেও চুক্তি  ভিত্তিতে নিয়োগ করা হবে। অগ্নিপথ প্রকল্পের আওতায় চার বছরের জন্য অগ্নিবীর নিয়োগ করা হবে। প্রথম বছর এই অগ্নিবীররা পাবেন মাসে ৩০ হাজার টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে ৪০ হাজারে। আয়ের ৩০ শতাংশ তাঁরা জমাতে পারবেন। সম পরিমাণ টাকা দেবে সরকারও। নয়া প্রকল্পে চার বছরের মেয়াদ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের ২৫ শতাংশকে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে বলে জানানো হয়। বাকি ৭৫ শতাংশ আর সেনাবাহিনীতে রাখা হবে না। সেই সময় তাঁদের দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। কিন্তু যাদের রাখা হবে না তারা সেনাবাহিনীর অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না। এমনকি নিজেদের প্রাক্তন সেনাকর্মীও বলতে পারবেন না। এই ঘোষণার পরেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ দেশের আট রাজ্যে তুমুল বিক্ষোভ চলছে।

https://amzn.to/3tHG5KW

Summary

সেনায় চুক্তিভিত্তিক প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। সেই আঁচ ছড়িয়েছে বাংলাতেও। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, ঠাকুরনগরে অগ্নিগর্ভ পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ, ভাঙচুর, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। আজ সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। সূত্রের খবর, এদিন সকাল থেকে রেল অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment