
আট-শ বছরের ঐতিহাসিক প্রাচীন পূজা দশহরা আরামবাগে দাবদাহ লাইভ, হুগলী, শ্রীমন্ত বাগঃ সম্প্রতি সারা বাংলা জুড়ে পালিত হল দশহারা। মা মনসা দেবীর পুজো ও গঙ্গা দেবীর পুজো,হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত জয়রামপুরে মনসাডাঙা গ্রামে এক প্রাচীন ঐতিহাসিক দশহারা শ্রী শ্রী মা মনসা পুজো,এই গ্রামের মা মনসা দেবীর পুজো আজ থেকে প্রায় ৮০০ বছরের পুরানো,এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রামের লোকেরা ভিড় জমায় মায়ের মন্দিরে,পুজোর উপলক্ষে মেলা বসে,দেবী মা মনসা পুজো দেখার জন্য ভক্তরা আসেন মন্দিরে মায়ের কাছে পূজা দেন,এবং যারা মানত করে থাকেন মায়ের কাছে,তাদের মানত পূরণ করার জন্য দেবী মা মনসা মন্দিরে এসে ছাড়া কোপ বলি দেন ছাগলকে,এখানে প্রতি বছরের তুলনায় এই বছরে প্রায় মায়ের কাছে ৬০০ থেকে ৭০০টা বেশি ছাড়া কোপ বলি দেওয়া হয়েছে,এই মন্দিরের পুজো বিশেষ আকর্ষণীয় হচ্ছে ছাড়া কোপ,এটা দেখার জন্যই বহু দূর দূরান্ত এবং বেশকিছু জেলা থেকে ভক্তরা আসেন যেমন-হুগলি সহ বর্ধমান,হাওড়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর। এছাড়াও শহর থেকে আসেন ভক্তরা মায়ের মন্দির। পুজোর উপলক্ষে আরামবাগ থানার পুলিশের তরফ থেকে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সিভিক ভলেন্টিয়ার। এবং আরামবাগ প্রশাসনের তরফ থেকে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য হয়েছে সুষ্ঠ ব্যবস্থা। সিসি টিভির মাধ্যমে চলছে নজরদারি।
আট-শ বছরের ঐতিহাসিক প্রাচীন পূজা দশহরা আরামবাগে
আট-শ বছরের ঐতিহাসিক প্রাচীন পূজা দশহরা আরামবাগে দাবদাহ লাইভ, হুগলী, শ্রীমন্ত বাগঃ সম্প্রতি সারা বাংলা জুড়ে পালিত হল দশহারা। মা মনসা দেবীর পুজো ও গঙ্গা দেবীর পুজো,হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত জয়রামপুরে মনসাডাঙা গ্রামে এক প্রাচীন ঐতিহাসিক দশহারা শ্রী শ্রী মা মনসা পুজো,এই গ্রামের মা মনসা দেবীর পুজো আজ থেকে প্রায় ৮০০ বছরের পুরানো,এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রামের লোকেরা ভিড় জমায় মায়ের মন্দিরে,পুজোর উপলক্ষে মেলা বসে,দেবী মা মনসা পুজো দেখার জন্য ভক্তরা আসেন মন্দিরে মায়ের কাছে পূজা দেন,এবং যারা মানত করে থাকেন মায়ের কাছে,তাদের মানত পূরণ করার জন্য দেবী মা মনসা মন্দিরে এসে ছাড়া কোপ বলি দেন ছাগলকে,এখানে প্রতি বছরের তুলনায় এই বছরে প্রায় মায়ের কাছে ৬০০ থেকে ৭০০টা বেশি ছাড়া কোপ বলি দেওয়া হয়েছে,এই মন্দিরের পুজো বিশেষ আকর্ষণীয় হচ্ছে ছাড়া কোপ,এটা দেখার জন্যই বহু দূর দূরান্ত এবং বেশকিছু জেলা থেকে ভক্তরা আসেন যেমন-হুগলি সহ বর্ধমান,হাওড়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর। এছাড়াও শহর থেকে আসেন ভক্তরা মায়ের মন্দির। পুজোর উপলক্ষে আরামবাগ থানার পুলিশের তরফ থেকে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সিভিক ভলেন্টিয়ার। এবং আরামবাগ প্রশাসনের তরফ থেকে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য হয়েছে সুষ্ঠ ব্যবস্থা। সিসি টিভির মাধ্যমে চলছে নজরদারি।
















