মহিলা স্বনির্ভর গোষ্ঠির ক্যান্টিন আশার আলো চালু গাইঘাটায়


ঊষা স্বনির্ভর গোষ্ঠী
মহিলা স্বনির্ভর গোষ্ঠির ক্যান্টিন আশার আলো চালু গাইঘাটায় দাবদাহ লাইভ, বারাসাত, পুলক ঘোষঃ উত্তর ২৪ পরগনার বারাসাত উন্নয়ন প্রস্তুতির প্রচেষ্টায় গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতির প্রেরণায় গাইঘাটা বিডিও অফিসে ট্রাফিকিং সারভাইভাল মহিলারা ‘আশার আলো’ নামে একটি ক্যান্টিন পরিচালনার দায়িত্ব নিয়েছে। ঊষা স্বনির্ভর গোষ্ঠীর ৫৫ হাজার টাকার ঋণের মাধ্যমে পাঁচ জন মহিলা দ্বারা এই ক্যান্টিনটি পরিচালিত। এই প্রসঙ্গে বারাসাত উন্নয়ন প্রস্তুতির ফাউন্ডার সেক্রেটারি রনজিত দত্ত জানান যে, 'ট্রাফিকিং সারভাইভাল মহিলারা মানসিক ট্রমার মধ্যে দিয়ে জীবন যাপন করে। সেই মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক ছন্দে যাতে ফিরতে পারে এই ট্রাফিক সারভাইভাল মহিলারা, সেই উদ্দেশ্যে নিরন্তর কাজ করা আমাদের লক্ষ্য।
গাইঘাটার চাঁদপাড়ায় আশার আলো ক্যান্টিন চালু
বিডিও-র উদ্দ্যোগে গাইঘাটার চাঁদপাড়ায় আশার আলো ক্যান্টিন চালু।
0%
















