Banner Top

ত্রিপাক্ষিক বৈঠক এ মাসেই  

  
বারাসাত হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের অবস্থান
 দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ                         উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত হাসপাতালে ঠিকাদারী প্রথার বিলুপ্তি সহ কয়েক দফা দাবীতে প্রায় ১৫ দিনের অধিক সিকিউরিটি ও হাউস কিপিং কর্মীদের রিলে অবস্থান চলছে। অবস্থান স্থলে গিয়ে দেখা গেলো গুটি কয়েক কর্মী নিয়ে স্থানীয় নেতা-নেত্রীরা বসে আছেন। এক ভিন্ন ধরনের দাবী আদায়ের পথ। কাজের মধ্যে মধ্যে এ অবস্থান। মুখ্যমন্ত্রীর ভাবনা মত কাজ ফাঁকি না দিয়ে কর্মীদের দাবী আদায়ের এ নতুন পথে উৎসাহ দিয়ে এগিয়ে দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। কেন এ সব হচ্ছে জানতে চাইলেই নন্দিতা দে সরকার ও পরে দীপঙ্কর ঘোড়াই এসে বলেন, “ আমরা কিন্তু কাজের মধ্যে মধ্যে এখানে হাজির থাকি”।  কেন এরা অবস্থান করছে জানতে চাইলে হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বলেন, “১৮ তারিখে ত্রিপাক্ষিক বৈঠক আছে, সেইদিনে যা জানাবার জানাব”। অপরদিকে জানা গেল রাজ্যের প্রায় সব হাসপাতালে সারা বাংলা হাসপাতাল রোগি কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্যকেন্দ্র-এর ব্যানারে এ অবস্থান চলছে।   

পুলিশি তৎপরতায়  নিখোঁজ নাবালক উদ্ধার নিউ জলপাইগুড়িতে

নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিচ্ছেন স্থানীয় পুলিশ
পুলিশি তৎপরতায়  নিখোঁজ নাবালক উদ্ধার নিউজলপাইগুড়িতে                   দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  নিখোঁজ নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো শিলিগুড়ি পুলিশ। খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিলিগুড়ির ঝংকার মোড় বিবেকানন্দ কয়লা ডিপো এলাকার ১০ বছর বয়সের সোনু সাহানী। পরিবার সূত্রে জানা গেছে, সোনু খেলতে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি, তখন থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে তার পরিবারের লোকজন। আর ঠিক তখনই নিউ জলপাইগুড়ি থানা থেকে তাদের কাছে খবর যায় সোনু এনজেপি থানায় আছে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত্রে গোড়া মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার পরিবারের হাতে উদ্ধার হওয়া নাবালক সোনু সাহানীকে তুলে দেয় পুলিশ। ছেলেকে খুঁজে পেয়ে খুশি সনুর মা ও পরিবারের সকলেই। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউজলপাইগুড়ি থানার এই কাজের জন্য সবাই প্রশংশা করছেন পুলিশের। 
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment