Banner Top
                                             রথ যাত্রার প্রস্তুতি 
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আগামী ১লা জুলাই শুরু হবে রথযাত্রা। তার আগে সারানো হচ্ছে রথ। সোমবার ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি ইসকন মন্দিরে। পাশাপাশি আরতি ও প্রার্থনা করা হয়। এরপরই শিলিগুড়ির ইস্কন মন্দিরে শুরু হয় রথ সারানোর কাজ। রথযাত্রা  আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দুদের উৎসব। ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপপুর শহরের মাহেশের রথযাত্রা,গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ এবং কলকাতা ও বাংলাদেশের ইসকনের রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। ব্যতিক্রম নয় শিলিগুড়ির ইস্কন মন্দির। আজ শিলিগুড়ির ইস্কন মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পূজা, আরতি ও প্রার্থনা করা হয়। এরপর নারকেল ফাটিয়ে রথ সারানোর ও সাজানোর কাজ শুরু করে ইস্কন মন্দিরের সেবায়েতরা। শিলিগুড়ি ইসকন মন্দিরের মহারাজ তথা উত্তর-পূর্ব ভারতের ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, পুরীতে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নতুন করে রথ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ির ইস্কন মন্দিরে আজ থেকে রথ সারানো ও সাজানোর কাজ শুরু হল।রথ আসতে আর বেশী দেরী নেই,তাই ইসকনের ভক্তদের মধ্যে রথকে নিয়ে একটা আলাদা উত্তেজনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই রথকে যতটা সম্ভব জনপ্রিয় করা যায় সেদিকে আপাত দৃষ্টি ইসকনের ভক্তদের।
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment