
দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তী, ৬জুনঃ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ ১০০দিনের কাজের পাওনা টাকা দেওয়া হচ্ছে না কেন? এই দাবী নিয়ে আজ গাইঘাটা দক্ষিণ ব্লকের বেড়গুম ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট বিক্ষোভ-প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলের পুরোভাগে দলীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন তাপস ঘোষ, দিলীপ ঘোষ, রুমা সরকার,অশোক শীল,বিমল ঘোষ, শঙ্কর ঘোষাল ও শ্যামল দাস সহ অন্যান্যরা৷ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের সীমাহীন জনবিরোধী নীতির বিরোধিতা করে সোচ্চার হন৷ দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানারে সু-সজ্জিত মিছিলটি পায়রাগাছি বাজার থেকে শুরু হয়ে এলাকার দীর্ঘ রাজপথ অতিক্রম করে সানপুকুর বাজারে এসে শেষ হয়৷ গাইঘাটা দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ জানান, 'কেন্দ্রের বিজেপি সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রমিকদের ১০০দিনের কাজের পারিশ্রমিক প্রায় ছ'মাস বন্ধ রেখেছে-যা কিনা সম্পূর্ণ ভাবে অনৈতিক৷ মোদী সরকারের তত্ত্বাবধানেই এ কাজ চলছে৷ পাশাপাশি পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসে সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা সম্মিলিত ভাবে সোচ্চার হয়েছি, পথে নেমেছি৷' মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মাটিকাটা-পুকুর ভরাটের অভিযোগে প্রশাসনিক তৎপরতা
দাবদাহ লাইভ, বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান জেলার জামালপুর ব্লকের বিষ্ণুবাটী মৌজায় মাটিকাটা ও পুকুর ভরাটের অভিযোগ উঠলে স্থানীয় প্রশাসনিক তৎপরতায় জরিমানা নিয়ে সতর্ক করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়
LATEST NEWS

01
ডাক বিভাগের মোবাইল পার্সেল নিয়ে ‘মিট দি কাস্টমার’ বারাসাতে

দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ডাক ও তার বিভাগের পার্সেল অধিক মাত্রায় সংগ্রহের উদ্দ্যেশে বারাসাত কার্য্যালয়ে সম্প্রতি এক ‘মিট দি কাস্টমার’ অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনা জেলার কিছু ছোট-বড়-মাঝারী ব্যবসায়ী সহ সরকারী আধিকারীকদের পরামর্শ ও মতামত শোনেন স্থানীয় অধীক্ষ্যক অরুন কুমার দাস সহ আধিকারিকগণ।
02
শিলিগুড়ির গর্ব বিবেকানন্দ স্কুলের রিয়া

দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ লক্ষ্য যদি স্থির থাকে,তাহলে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, স্বপ্ন পূরণ হতে বাধ্য। আর সেই লক্ষ্যই পূরণ করে দৃষ্টান্ত সৃষ্টি করল শিলিগুড়ির রিয়া পাল। একদিকে মারাত্মক অসুখ, অন্যদিকে হতদরিদ্র পরিবারের মেয়ে রিয়া।
03
গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্ব পরিবেশ দিবস পালন

দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তীঃ গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গত ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। গোবরডাঙ্গা থানার ওসি কাজল বন্দ্যোপাধ্যায় এই শোভাযাত্রার শুভ সূচনা করেন। গোবরডাঙ্গার রেনেসাঁস ইনস্টিটিউট, মেদিয়া কিশোর সংঘ, গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চ, গয়েশপুর করুণাময়ী মিশনের মতো এলাকার বিভিন্ন জনকল্যাণমুখি সংগঠন এই পদযাত্রায় অংশ নেয়। এলাকার দীর্ঘ পথ পরিক্রমা করে মিছিলটি মেদিয়া কিশোর স্পোর্টিং ক্লাব ময়দানে এসে শেষ হয়। রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে একটি বৃহৎ ট্যাবলো বের করা হয়
04
কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কং বিক্ষোভ মিছিল

দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তী, ৬জুনঃ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ ১০০দিনের কাজের পাওনা টাকা দেওয়া হচ্ছে না কেন? এই দাবী নিয়ে আজ গাইঘাটা দক্ষিণ ব্লকের বেড়গুম ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট বিক্ষোভ-প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
















