শিলিগুড়ি পরিষদ নির্বাচনে শাসকদল সহ অপর দলের প্রার্থী তালিকা ঘোষণা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন । এই নির্বাচনে শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণা হবার পর জেলা বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল । জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, গৌতম ঘোষ, সমন পাঠক ও বামফ্রন্টের শরিক দলের সদস্যদের নিয়ে হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সন্মেলন করেন। জীবেশ সরকার আসন্ন জি টি এ নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরোধী সকল রাজনৈতিক দল গুলো একসঙ্গে নির্বাচনে লড়াই করবেন বলে জানান । এছাড়াও জীবেশ বাবু জানান ৯ টি মহকুমা আসনের মধ্যে ৮ নম্বরটি জালাস নিজামতারার সিটটি কংগ্রেসের জন্য ছেড়েছেন । এরপর আলাপচারিতায় সব কিছু ধাপে ধাপে জানিয়ে দেবেন। এবারে তারা জয়ের ব্যাপারে আশাবাদী জানালেন জীবেশ সরকার।কারন তিনি জানালেন তৃণমূল এবং বিজেপীকে রাজ্যের মানুষ আর বিশ্বাস করতে পারছে না,তাই সিপিএম আবার ফিরে আসছে,জানিয়ে দিলেন জীবেশ সরকার।
















