
গোর্খা জনমুক্তি মোর্চা নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ-র নির্বাচনে অংশ নেবে না বলে দার্জিলিং-এ এক সাংবাদিক সন্মেলনে ঘোষনা করলেন বিমল গুরুঙ্গ। তিনি আরও জানান যে, পাহাড়ের মানুষের জন্য সবসময় লড়াই করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। তার সাথে কে থাকবেন বা কে থাকবেন না তা দেখবেন না। ভবিষ্যতে পাহাড়ের নির্বাচন নিয়ে তিনি মুখ্য ভূমিকা নেবেন কি না সাংবাদিকদের উত্তরে গুরুঙ্গ জানান ‘ভবিষ্যতই বলবে’।
















