
দাবদাহ লাইভ, নিজস্ব প্রতিবেদনঃ জে আর ফিল্ম এর উদ্দ্যোগে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত তিতুমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দেশী বিদেশী স্বল্প দৈর্ঘের এই ফিল্ম ফেস্টিভালে নতুন নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়া হয় বলে জানা গেছে। এই দিনে স্বল্প দৈর্ঘের ছবি প্রাণভোমর এর প্রিমিয়ার শো হয় বলে জানালেন কর্ণধর জয়ন্ত মণ্ডল। প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারের ভাবনায় এই প্রাণভোমর ছবির অভিনয়ে সবাই ফুটিয়ে তুলেছেন ও দর্শকরা অনুপ্রাণিত হয়েছেন বলে জানা যায়। উল্লেখযোগ্য, জে আর ফিল্মস এর কর্ণধার জয়ন্ত মণ্ডলের পরিচালনায় ও অভিনয়ের সাথে অন্যান্য ভূমিকায়, মা- শ্যামলী দাস, ছেলে- সায়ন মণ্ডল ও দুই বোন – প্রিয়াঙ্কা দত্ত, উত্তরা মণ্ডল, ডাক্তার – হিরণ ঘোষাল, ফটোগ্রাফারের ছেলে- অর্ঘ্য মণ্ডল ও বন্ধু – নীরেশ ভৌমিক।





