
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ গত ৫ই মে উন্নয়নের পথে তৃণমূল সরকারের ১১ বছর অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নেতাজী ইনডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বিজেপিকে নিশানা করে তুলোধোনা করেছেন। সাথে মানবিকতার বার্তা দিয়েছেন। অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে বাংলা যে এগিয়ে তা’ বোঝাতে চেয়েছেন। জেলায় জেলায় একমাস ধরে এই প্রচার কার্য চলবে বলে জানানো হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের ভার্চুয়াল পর্দায় দেখা যায়। জেলার লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসা মহিলাদের চেকের প্রতিলিপি ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এদিনও প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বীণা মন্ডল, জেলা শাসক সুমিত গুপ্তা, কর্মাধ্যক্ষ রেহেনা মন্ডল ও এ কে এম ফারহাদ প্রমুখ। এই উপলক্ষ্যে জেলা প্রশাসন ভবনে উন্নয়নের পথে ১১ বছরের এক প্রদর্শনীরও উদ্বোধন হয়।













