দাবদাহ লাইভ, নয়াদিল্লীঃ রাজ্যে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের দাপট বাড়ছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে কয়লা আমদানি করার ছাড়পত্র দিলো কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এর উপস্থিতিতে রাজ্য সরকারী উচ্চ পদস্থ আধিকারীকদের সাথে কয়লা আমদানি বিষয়ে বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎ সচীব অলোক কুমার উপস্থিত ছিলেন। চলতি মে মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে অতিরিক্ত কয়লা যোগান দিতে রাজ্যগুলিকে কয়লা আমদানির বরাত দিতে নির্দেশ জারি হয়। সেই সাথে ক্যাপটিপ কয়লাখনিগুলিতে উত্তোলন আরও বাড়ানো পরামর্শ দেওয়া হয়। কয়লার ঘাটতি মেটাতে রেল পথের পাশাপাশি সড়ক পথে কয়লা পরিবহন সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেওয়া হয়। বৈঠকে আরও জানানো হয় তামিলনাড়ু ও মহারাষ্ট্র ইতিমধ্যে কয়লা আমদানির বরাত দিয়ে দিয়েছে। অন্যদিকে পাঞ্জাব গুজরাট দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। রাজস্থান ও মধ্যপ্রদেশ দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করেছে। আর পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, হরিয়ানা, উড়িষ্যা ও ঝাড়খন্ড এখনও কোন পদক্ষেপ নেয় নি বলে জানা যাচ্ছে।







