
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ বসিরহাটের হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীতে মৎস্যজীবি অনুপ মন্ডলের জালে ধরা পড়ল ধুসর কালো ক্রোকোডাইল প্রজাতির তিন ফুট লম্বা ও এক ফুট চওড়া মাছ। সচরাচর বঙ্গোপসাগরে এই প্রজাতি দেখা যায়। এই মাছ দেখতে স্থানীয় মানুষ ভিড় জমান। পরে নদীতে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।













