দাবদাহ লাইভ, হুগলী, শ্রীমন্ত বাগঃ কচুরীপানা বাংলার বুকে,নদীতে,পুকুরে,ডোবাতে,খাল ও বিলেতে,যে কোনো জলাশয়ে এই জিনিসটি দেখতে পাওয়া যায়। এই কচুরিপানা দিয়েই তৈরি হচ্ছে হস্তশিল্প। হুগলি জেলায় ব্যান্ডেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মহিলাদের স্বনির্ভর করে তুলতে কচুরিপানা দিয়ে তৈরি করছে নানা রকমের জিনিস যেমন-ব্যাগ,ফুড,ট্র,টুপি,ফুলদানি ইত্যাদি। জেলা হস্তশিল্প মেলাতে এই ধরনের দ্রব্যের চাহিদা বাড়ছে ও কিনতে মানুষ জন আগ্রহী হচ্ছে বলে জানালেন স্বেচ্ছা সেবী সংগঠনের কর্মকর্তারা।