Banner Top

ছাত্র হত্যার দায়ে সাসপেন্ড তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান

                                                                                  দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের নাম জড়ানোয় দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর পঞ্চায়েতের শীতুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকা মাটিয়া কলেজে পাঠরত বছর বাইশের রিয়াজ মন্ডল নামে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয় সোমবার শীতুলিয়া এলাকার একটি আমবাগানের মধ্যে থাকা পরিত্যক্ত একটি ডোবা থেকে। দেহটি উদ্ধার করে মাটিয়া থানার পুলিশ। নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধারের পরই এলাকার মানুষ অভিযোগ তোলে যে, চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরিকুল ইসলাম মন্ডল ওরফে পিন্টু এই খুনের সঙ্গে জড়িত। ওই ঘটনায় এক নাবালক সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তাঁদের প্রত্যেককে ছাড়িয়ে নিয়ে যায় ওই উপপ্রধান। আর তাতেই তাঁর উপর আক্রোশ বাড়ে গ্রামবাসীদের। সেই অভিযোগে এলাকা রণক্ষেত্রের আকার নেয়। 
ক্ষিপ্ত এলাকাবাসী পিন্টু মণ্ডলের বাড়িতে এবং তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দিলে পিন্টু মন্ডল এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয় বলে অভিযোগ। এরপর পিন্টুর গ্রেফতারের দাবিতে রাতে এলাকার মানুষ দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকার মানুষের দাবির কথা মাথায় রেখে তৃণমূলের বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ ঘোষণা করেন যে, যতদিন ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলবে, ততদিন পিন্টুকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি উপপ্রধানের পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানা।

টুকরো খবর

সরস্বতী পূজার সকালে ভয়াবহ পথ দূর্ঘটনায় জখম ৩

সরস্বতী পূজার সকালে ভয়াবহ পথ দূর্ঘটনা, জখম ৩

                                                                  দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  সরস্বতী পূজার সকালে খাস কলকাতায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। জখম হয় ৩ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কলকাতার বিধাননগর মানিকতলা থানার অন্তর্গত হাডকো মোড় সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দ্রুতগতি সম্পন্ন একটি চারচাকা গাড়ি কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। হাডকো মোড়ের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এক পথচারীকে সজোরে ধাক্কা মারলে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর আরেকটু এগিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপর একটি বাইকে ধাক্কা মারলে আরোহী ছিটকে রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। আরেকটু এগিয়ে সামনে একটি স্কুটিতে বসে ফোনে কথা বলা এক যুবককে ধাক্কা মেরে ফুটপাতে উঠে একটু এগিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। এরপরই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যায় ঘটনাস্থলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয়দের সহযোগীতায় রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা আহত ৩ জনকে দ্রুততার সাথে উদ্ধার করে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়। ৩ জনের মধ্যে আহত পথচারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন নলে হাসপাতাল সূত্রে খবর। দূর্ঘটনাগ্রস্ত গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও অজানা। গাড়িটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়ঙ্কর কান্ডটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। তবে গাড়ির কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা, চালক মদ্যপ ছিলেন কিনা, অথবা চালক কোনো শারিরীক বা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কিনা – সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ছাত্র হত্যার দায়ে সাসপেন্ড তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান
User Review
93% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment